সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক ময়না কর্মকারের সভাপতিত্বে ও ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সনজয় শর্মার সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, মহিলা ফোরামের মনি দাশ, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি পাপ্পু চন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলছে। বিচারহীনতার সংস্কৃতি, বিচারের দীর্ঘসূত্রিতা, ভোগবাদী রাজনীতি নারী-শিশু নির্যাতনের জন্য দায়ী। বক্তারা, সাভারের স্কুলছাত্রী লীনা রায় হত্যার দায় সরকার কোনভাবে এড়াতে পারেনা। বক্তারা অবিলম্বে লীনা রায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি