অগণতান্ত্রিক সরকারের দুঃশাসন থেকে দেশের জনগণ মুক্তি চায় -ব্যারিষ্টার এম এ সালাম

13

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম বলেছেন, অগণতান্ত্রিক ও বিনা ভোটের সরকারের দুঃশাসন থেকে দেশের জনগণ মুক্তি চায়। সাধারণ মানুষের জীবনযাত্রা এখন দুর্বিষহ হয়ে উঠেছে। সীমাহীন কষ্টে আছেন দেশের মানুষ। এ জন্য এই স্বৈরাচারী সরকারের পতন দরকার। রবিবার দুপুরে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বড়চক গ্রামে বিবি ট্রাষ্ট ও ব্যারিস্টার এম এ সালামের পক্ষ থেকে ধারাবাহিক উন্নয়ন কাজের অংশ হিসেবে জনৈক বিধবার গৃহ নির্মাণ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিষ্টার সালাম বলেন, এদেশের আপাময় জনতার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়া স্বত্বেও তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর সুযোগ দেয়নি সরকার। এটি অত্যন্ত জঘণ্য ও অমানবিক কাজ। দেশের বারবার নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর সাথে সরকার যে আচরণ করছে তা ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। তিনি বেগম খালেদা জিয়ার জন্য সকলের নিকট দোয়া চান। বিবি ট্রাষ্ট অতীতের মত আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিলেট জেলা ছাত্রদল নেতা মো. আবিদ নুরের পরিচালনায় এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা আজাদুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নামর, উপজেলা যুবদল নেতা রাসেল আহমদ, পারভেজ আহমদ, সিলেট জেলা ছাত্রদল নেতা জুবায়ের আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি