বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সিলেট বিভাগে বর্তমানে বঙ্গবন্ধু হাইটেক পার্কসহ ৫টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে। এগুলো বাস্তবায়ন সম্পন্ন হলে শিল্প-কারখানা স্থাপনে এ অঞ্চলে নতুন যুগের সূচনা হবে। তিনি বলেন, এসব স্থাপনা বাস্তবায়নে বিনিয়োগকারী বিশেষ করে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সোমবার বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জানানো হয়, বেসরকারি খাতকে বেগবান করার লক্ষে সারাদেশে শিল্প স্থাপনকে উৎসাহিত করতে সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গঠন এর মধ্যে অন্যতম। ইতোমধ্যে সিলেটসহ দেশের ৫টি বিভাগে এ কর্তৃপক্ষের আঞ্চলিক দপ্তর স্থাপন করা হয়েছে। অভিষ্ট লক্ষ্য অর্জনে সিলেট বিভাগে নতুন নতুন শিল্প স্থাপনের বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। এ অঞ্চলে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় এলাকা ও খাত চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।
উপ-পরিচালক সমির বিশ্বাসের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা, বিডার বিভাগীয় পরিচালক জুলিয়া জেসমিন মিলি, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. এমরান হোসেন, অতিরিক্ত পরিচালক (কৃষি) কাজী মুজিবুর রহমান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট চেম্বারের সহসভাপতি আতিক হোসেন, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আলীমুল এহসান চৌধুরী, ক্যাপ ফাউন্ডেশনের পরিচালক পলি ইসলাম, সাংবাদিক মুহিত চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি