জেলা ও মহানগর জাতীয় পার্টির সভা ॥ কমিটি বাতিল করায় নেতাকর্মীরা উজ্জীবিত

10

দীর্ঘ ৭ (সাত) বছর সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির ব্যর্থ নেতৃত্বের কারনে যোগ্য ও ত্যাগী নেতৃবৃন্দ নিষ্ক্রিয় ছিল। জাতীয় পার্টির সুযোগ্য মহাসচিব মুজবিুল হক চুন্নুর সুপারিশে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করায় নেতাকর্মীরা উৎফুল্ল ও উজ্জীবীত।
আগামী ১৬ মার্চ বুধবার জাতীয় পার্টির সুযোগ্য মহাসচিব সাবেক সফল মন্ত্রী মুজবিুল হক চুন্নু এমপি’র সিলেট সাংগঠনিক সফর সফল ও স্বার্থ করে গড়ে তোলার লক্ষ্যে ১৩ মার্চ রবিবার দুপুর ১২টায় নগরীর একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠন এবং উপজেলা নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক তিন বারের সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদের সভাপেিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও জাতীয় পার্টির সুযোগ্য মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি দুজনই সু-শিক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তাদের নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্যে দেশব্যাপী জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ১৬ মার্চ বুধবার নগরীর মিরাবাজারস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে সকাল ১১:০০ ঘটিকায় সিলেট জেলা ও মাহনগর জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠন এবং সকল উপজেলা নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবীব মইন ও সাবেক সাংগঠনিক সম্পাদক বাশির আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ বশির উদ্দিন, সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক নজমুল ইসলাম, সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক রোটাঃ এম ইকবাল হোসেন, সাবেক অর্থ সম্পাদক আনিসুজ্জামান পাবলু, সাবেক যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ।
আরোও বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির শ্রম সম্পাদক আব্দুল খালিক লালু, যুগ্ম শ্রম সম্পাদক দেলোওয়ার হোসেন, সিলেট জেলা মহিলা পার্টির সহ-সভাপতি রুনা বেগম, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক দফতর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য শহিদুর রহমান তাহের, সৈয়দ আহমদ আলী, সিলেট মহানগর জাতীয় পার্টি নেতা মৌলভী আবুল কালাম দুলাল, আব্দুল মজিদ টিয়া, সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, নজমুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মো: সরওয়ার আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজু, সিলেট জেলা শ্রমিক পার্টির সভাপতি এম. মুর্শেদ খান, সাধারন সম্পাপাদক এম. বরকত আলী, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সিলেট জেলা মটর শ্রমিক পার্টির সভাপতি শামসুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহামন মুজিব, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি নেতা আব্দুল করিম পাখি, জালালাবাদ থানা জাতীয় পার্টির সভাপতি হোসেন আহমদ, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কটাই মিয়া, বিয়ানীবাজার উপজেলা যুব সংহতির সহ-সভাপতি শামীম আহমদ, সিলেট জেলা ছাত্র সমাজের সাবেক সহ-সভাপতি মান্না আহমদ, সুমন আহমদ, এমরান আহমদ লিকন, তিতাস খান, আবুল কাশেম, মনির খান প্রমুখ। বিজ্ঞপ্তি