এসকে সিনহা মণিপুরীদের অহেতুক হেয় ও বিতর্কিত করার ঘৃণ্য অপপ্রয়াস চালিয়েছেন -মণিপুরী জনগোষ্ঠী

34

সমৃদ্ধ ঐতিহ্যের ধারক-বাহক এবং মহান স্বাধীনতার পক্ষশক্তির আজীবন সমর্থক মণিপুরীদের নিয়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভুল বিভ্রান্তিমূলক, আপত্তিকর উদ্দেশ্যমূলক ও কটাক্ষপূর্ণ বানোয়াট মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন মণিপুরী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ। গতকাল বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, এসকে সিনহা রচিত ‘এ ব্রোকের ড্রিম’ গ্রন্থে মণিপুরীদেরকে অহেতুক হেয় ও বিতর্কিত করার ঘৃণ্য অপপ্রয়াস চালানো হয়েছে।
ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও সম্প্রীতির বন্ধনে দীর্ঘদিনের অটুট মণিপুরী জনগোষ্ঠিকে সাম্প্রদায়িক ও আঞ্চলিকতায় হীনমন্যতায় ধর্মী বিভাজনের অপচেষ্টাকারী হিসেবে এসকে সিনহা নিজেকে কুলসিত ও অপরাধী করেছেন। অনধিকার চর্চা এবং মণিপুরী জনগোষ্ঠির ওপর মিথ্যা অপবাদ ও কুৎসা করায় এস কে সিনহার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ ব্রোকেন ড্রিম গ্রন্থে মণিপুরী সম্পর্কে করা ভ্রান্ত ও নেতিবাচাক মন্ত্যব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি সহ শপথ ভঙ্গকারী ও প্রাসাদ ষড়যন্ত্রকারী এসকে সিনহার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন- ইন্টারন্যাশনাল মণিপুরী অ্যাসোসিয়েশন ইমার জ্যেষ্ঠ সহসভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠনক ফেলেম ধীরেন, মহাসচিব অনিল চন্দ্র সিংহ, সাংগঠনিক সম্পাদক মুক্তিযুদ্ধ প্রতাপ সিংহ, ইমা বাংলাদেশের কান্ত্রি কমিটির সভাপতি ও গম্ভীর সিংহ মেমোরিয়েল রিসার্স সেন্টারের পরিচালক হাবম ফাল্গুনী সিংহ, সাধারণ সম্পাদক আবুজম মনিভদ্র, মনিপুরী যুব সমিতির সহসভাপতি দিলীপ সিংহ, সাধারণ সম্পাদক মহেন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক অরুন সিংহ বিরলা, হবিগঞ্জ (বিশগাও) শাখার আহবায়ক অতুল সিংহ, কর্মধা শাখার আহবায়ক প্রদীপ সিংহ, বড়উতলী শাখার সভাপতি অনুনমনি সিংহ, ছোট ধামাই শাখার সাংগঠনিক বীর চন্দ্র, মনিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি নরেন সিংহ, সাধারণ সম্পাদক সজল সিংহ, সিটি মনিপুরী মহিলা সমবায় সমিতির সভাপতি শন্তনা দেবী ও সাংগঠনিক হিরামনি দেবী প্রমুখ। বিজ্ঞপ্তি