প্রার্থনা :
পাক-পবিত্র হয়ে
মাথায় টুপি দিয়ে,
মসজিদে গিয়ে
আসন খানি নিয়ে।
করে বন্ধ চোখ
দিয়ে মনোযোগ,
রাখি প্রভুর ধ্যানে
হয়ে স্ব জ্ঞানে।
তুলি দুই হাত
করি মোনাজাত,
পাপী বান্দা আমি
জানো প্রভু তুমি।
চাই তব ক্ষমা
করি প্রার্থনা,
জেনে ভুল কভু
করবো না ও প্রভু,
হিসেব ছাড়া পাপ
করবে নাকি মাফ।
আমার নাই জানা
তাই করি প্রার্থনা।