প্রিয় জন্মভূমি :
আমার দেশের কাঁদামাটি
নদী ভরা জল,
সমুদ্র তটে ঊর্মির খেলা
কোথায় পাবে বল।
যে দেশের ওই নীল আকাশে
মিষ্টি রৌদ্র হাসে,
অকুল দরিয়াই পাল তোলা ওই
মাঝির নৌকা ভাসে।
ভাটিয়ালি মধুর সুরে
মাঝিরা গায় গান,
পলাশ বকুল ফুলে ছড়াই
মিষ্টি মধুর ঘ্রাণ।
যে দেশেতে কোকিল ডাকে
মিষ্টি মধুর সুরে,
এমন অপরূপ দৃশ্য দেখে
প্রাণটা যায় জুড়ে।
যার কোলেতে মাথা রেখে
শান্তি পাই আমি,
সে দেশে ও ভাই স্বদেশ মোদের
প্রিয় জন্মভূমি।