কাজিরবাজার ডেস্ক :
টানা একমাস পর শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান। করোনা পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক। গড়ে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে কেবল করোনা টিকার দুটি ডোজ নেয়া ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিত থাকতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সশরীরে ক্লাস শুরু হওয়ায় ছাত্রছাত্রীরা উল্লসিত। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় ২০টি নির্দেশনা মানা বাধ্যতামূলক করেছে সরকার। এদিকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিধিনিষেধমুক্ত হয়েছে সরকারী অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান। সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে শুরু হয়েছে অফিসপাড়াও।
বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়। টানা একমাস বন্ধ থাকায় প্রথমদিনের ক্লাসে পাঠ্য বইয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী নির্দেশনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন শিক্ষকরা।
তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের সশরীরে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের ক্ষেত্রে শর্ত আরোপ রয়েছে। যে শিক্ষার্থীরা করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে শুধু তারাই শ্রেণীকক্ষে উপস্থিত থেকে ক্লাস করতে পারবে। এক্ষেত্রে অন্য শিক্ষার্থীদের বাসায় থেকে অনলাইন ক্লাসে যুক্ত থাকতে হবে। সারাদেশে ওমিক্রনসহ করোনার ব্যাপক প্রাদুর্ভাবের মুখে গত ২১ জানুয়ারি দেশের সবস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২ মার্চ। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরতে পারবে, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর তা কীভাবে চলবে, এ বিষয়ে ২০ দফার গাইডলাইন দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। রবিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এসব নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পূর্বের গাইডলাইনও অনুসরণ করতে হবে। এর ওপর নতুন করে আরও ২০ দফা নির্দেশনা দিয়েছে মাউশি। করোনার উর্ধমুখী প্রাদুর্ভাব মোকাবিলায় গত ১০ জানুয়ারি সারাদেশে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়। নতুন বছরের প্রথম ওই বিধিনিষেধে ১১টি নির্দেশনা দেয়া হয়েছিল।
শাহজালাল বিশ্ববিদ্যালয় : ভরা বসন্তে অন্যরকম আনন্দ ছিল ক্যাম্পাস জুড়ে। ভাল লাগার উপস্থিতি ছিল শিক্ষক-শিক্ষার্থী সকলের মাঝে। ৩৯ দিন পর মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে।
দীর্ঘ আন্দোলন ও করোনার বিধিনিষেধের কারণে ৩৬ দিন বন্ধ থাকার পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও।
পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী আরমান হোসাইন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ক্লাসে ফিরতে পেরে ভাল লাগছে। প্রায় মাসখানেক অশান্ত শাবিতে উত্তাপ কাটিয়ে সিনিয়র, সহপাঠী ও জুনিয়রদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।