উপজেলা নির্বাচন ॥ প্রচার-প্রচারণায় উত্তাল গোলাপগঞ্জ

40

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
উপজেলা নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জে এখন প্রচার-প্রচারণায় এখন উত্তাল। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থ দের প্রচারণায় মুখর গোটা উপজেলা। মিছিল, মাইকিং, গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠোন বৈঠক চলছে সমান তালে। বৃহস্পতিবার দিনভর মুখর ছিল উপজেলার পৌর সদর।
উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মনসুর আহমদের বিশাল গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয় পৌর সদরে। চৌমুহনী থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণের পর পথসভায় মিলিত হয়। গণসংযোগে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েক’শ নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলের পর অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ঢাকাদক্ষিণ ইউপি’র প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ, বাংলাদেশ জাসদের উপজেলা শাখার নেতা শেখ খছরুল ইসলাম, ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবু সুফিয়ান উজ্জল, ইউপি সদস্য ইমাম উদ্দিন খনাই, রাজু আহমদ, হাজী আরজান আলী, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ, উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা আবু তাহের নাহিন, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা হোসেন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফ আহমদ, রানা আহমদ, কলন্দর আলী মেম্বর, ছাত্রলীগ নেতা মাহবুব আহমদ, বদই খান অপু, মাহমুদ আহমদ, রেহান আহমদ, আজিম আহমদ ও সৌমিক শাহরিয়ার। এদিকে চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহমদ চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শভ্র চক্রবর্তী জুয়েল। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক কমান্ডার আব্দুল মুতলিব, ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, পৌর কমান্ডার হানিফ আলী, সহকারী কমান্ডার আব্দুল মুহিত, পৌর কাউন্সিলর ও উপজেলা যুব কমান্ডের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, জেলা সন্তান কমান্ডের সেক্রেটারী জবরুল ইসলাম। উপস্থিত ছিলেন সন্তান কমান্ডের মনজিল আহমদ, জাহাঙ্গীর আলম শিপার, নুরুল হক ও চেরাগ আলী।