বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন বলেছেন, যাদের আত্মত্যাগে ব্রিটিশ উপনিবেশের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি, পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের অগ্রযাত্রায় যেসব মহান বিপ্লবীর চিন্তাদর্শন যোগ করা একান্ত জরুরি, সেই সাথে পুনরুজ্জীবিত করতে হবে রাষ্ট্রীয় স্বার্থে তৈরি ইতিহাসে মজলুম বিপ্লবীদের ইতিহাস। নয়তো আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রগতিশীল ভবিষ্যৎ গড়তে পারব না।
শুক্রবার (১৪ জানুয়ারি) সিলেট নজরুল অডিটোরিয়ামে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের আলহাজ্ব মাওলানা মঈনুল হক চৌধুরী।
মাওলানা ইসমাইল হোসাইন বলেন, ব্রিটিশবিরোধী সংগ্রামে উপমহাদেশের আলেমদের গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে। সে ধারাবাহিকতায় এখনও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ দেশের সার্বিক পরিস্থির উন্নয়নে আলেমদের ভূমিকা রাখতে হবে। কারণ বাংলাদেশ আজ যখন দেশ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তখন এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য দেশ-বিদেশে বসে বাংলাদেশ ও স্বাধীনতাবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে। মিথ্যা-বানোয়াট-কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা করছে। কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, ২০০৯ থেকে আওয়ামী লীগ সরকারের গত ১৩ বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। আর্থ-সামাজিক এবং অবকাঠামো খাতে বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে। ২০২১ সাল ছিল উন্নয়ন অভিযাত্রার অভূতপূর্ব স্বীকৃতির বছর। গত বছর উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে এই অর্জন বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। মাওলানা ইসমাইল হোসাইন আরও বলেন, গত কয়েকমাস আগে কুমিল্লার পূজামণ্ডপে বিএনপি ও জামায়াতের হস্তক্ষেপে পবিত্র কোরআনকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পবিত্র কোরআনে কারিম রাখা হয়েছিল।
আরো বক্তব্য রাখেন মাওলানা মইনুল হক চৌধুরী, মাওলানা সুফিয়ান বিন এনাম, মাওলানা হারুন-অর-রশিদ মিরন, কবি মিম সুফিয়ান, মাওলানা বদরুজ্জামান, মাওলানা সাইফুল্লাহ সাদি, মাওলানা মুস্তাক আহমেদ খান খতিব কেন্দ্রীয় বন্দর বাজার জামে মসজিদ। প্রিন্সিপাল মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা আহমেদ কবির, মাওলানা মোঃ নাসির উদ্দিন মাহমুদ আন্তর্জাতিক হাফেজ কারী মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মো: তোজাম্মেল হোসেন, মাওলানা মো: জহিরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি