স্টাফ রিপোর্টার :
৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী সিলেট নগরীর উত্তর কাজিরবাজারস্থ হযরত গায়বী শাহ (রঃ)’র বার্ষিক পবিত্র ওরস মোবারক আগামী ২ ও ৩ ফাল্গুন ১৪২৪ বাংলা এবং ২০১৮ সালের ১৪ ও ১৫ ফেব্র“য়ারী বুধ-বৃহস্পতিবার সফলের লক্ষ্যে পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হযরত গায়বী শাহ (র:) ওরস পরিচালনা কমিটির সভাপতি আফছর উদ্দিনের সভাপতিত্বে নগরীর তোপখানাস্থ এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ওরস কমিটির সহ-সভাপতি হাজী হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাজী আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ, দপ্তর সম্পাদক শাহাদত হোসেন লোলন, সদস্য ১নং মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী শেখ মকন মিয়া, সদস্য সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তুনু দত্ত সন্তু, খাদিম ইসতিয়াক আলী চৌধুরী (রাজু) ও আসাদ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হযরত গায়বী শাহ (রঃ)’র ওরস কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার ওলিউর রহমান সুহেল, সাবেক মেম্বার ফজলু মিয়া, সদস্য বনোবিহারী সেন, হাজী আং মালিক, বাবুল চন্দ্র কপালী, আং ছোবহান, বাদশা মিয়া লস্কর, আক্তারজ্জামান, অনিল চন্দ্র রায়, আব্দুল মুনিম, ফখরুল হাসান, হাজী ছমরু মিয়া, হারিছ শিকদার, মাহবুব মিয়া, আলাউদ্দিন, নজরুল ইসলাম ও সবুজ শিকদার।
হযরত গায়বী শাহ (রঃ)’র বার্ষিক পবিত্র ওরস মোবারক সভায় সর্বসম্মতিক্রমে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে ১৪ ফেব্র“য়ারী বুধবার বাদ ফজর খতমে ক্বোরআন, সকাল ১০ টায় দোয়া, সাড়ে ১০ টায় মাজারে গিলাফ ছড়ানো, সকাল ১১ টায় গরু জবাই, রাত্রে জিকির আজগার ও ফকিরি গান এবং ১৫ ফেব্র“য়ারী ভোর ৫টায় মোনাজাত ও বাদ ফজর শিরণি বিতরণ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত ওরস মোবারকে শরীক হয়ে অশেষ ছওয়াব হাসিল করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।