এম হাবীবুল্লাহ

7

রক্তে কেনা :

বুকের তাজা রক্তে কেনা
আমার মায়ের ভাষা
কৃষক শ্রমিক দিন মজুরের
স্বপ্ন সুখের আশা।

এই ভাষাতে ভাটিয়ালি

জারি সারি গান
কোকিল পাখির কুহু কুহু
নেয় কেড়ে নেয় প্রাণ।

এমন মধুর মায়ের ভাষা
আর পাবে না খুঁজে
ভাষা শহীদ তোমায় স্মরি
চক্ষু আসে বুজে।