বড় ভাই :
বড় ভাই নামের শব্দে
জানিনা কতো মধু,
সেই ভাইয়ের আদর স্নেহ
পাইনি কখনো কভু।
ভাবি যখন নির্জনে বসে
বড় ভাইয়ের কথা,
ভেঙ্গে যায় হৃদয় আর
জমে হাজারে ব্যাথা।
শুনেছি বাবার পড়ে নাকি
বড় ভাইয়ের স্থান,
ভাইয়ের আদর পেলে মনে
হয় জুড়াইত প্রাণ।
তাই এখন জানি মনে
হয় বিশাল শূন্যতা,
কারে কিভাব বলবো আমি
আমার জমানো কথা।
আদর-স্নেহ, ভালোবাসায়
মিশে থাকে ভাই,
তুমি নাই বলে আদর
করার কেউ নাই।