জগন্নাথপুরে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

7

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত ওয়ার্ডের ২১ জন নারী ও সাধারণ ওয়ার্ডের ৬৩ জন সহ মোট ৮৪ জন ইউপি সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ২ ফেব্রুয়ারি বুধবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠ করান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান হারুন রাশীদ, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান ও পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী ও গীতাপাঠ করেন অরূপ সরকার এবং সকল জনপ্রতিনিধিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
এতে শপথ গ্রহণ করেন কলকলিয়া ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে হুছনারা বেগম রিছনারা, ২নং ওয়ার্ডে ছফেদা খানম চৌধুরী ও ৩নং ওয়ার্ডে স্বপ্না রাণী দাস। সাধারণ ১নং ওয়ার্ডে কামরুজ্জামান, ২নং ওয়ার্ডে মাহবুবুল হাসান মোহন, ৩নং ওয়ার্ডে আজিজুল হক, ৪নং ওয়ার্ডে আবদুল কাইয়ূম, ৫নং ওয়ার্ডে মসিক আহমদ, ৬নং ওয়ার্ডে আবদুল হাসিম, ৭নং ওয়ার্ডে জসিম উদ্দিন, ৮নং ওয়ার্ডে ছালিক মিয়া ও ৯নং ওয়ার্ডে সাদিক আলম।
পাটলি ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে ছামিরুন নেছা, ২নং ওয়ার্ডে রুজিনা বেগম ও ৩নং ওয়ার্ডে আমিরুন্নেছা। সাধারণ ১নং ওয়ার্ডে শাহাব উদ্দিন, ২নং ওয়ার্ডে আবদুল মোমিন, ৩নং ওয়ার্ডে আবু ছালেক, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে আবদুল মালেক, ৬নং ওয়ার্ডে আবদুল মুবিন, ৭নং ওয়ার্ডে খালিদ হাসান খালেদ, ৮নং ওয়ার্ডে মুহিত মিয়া ও ৯নং ওয়ার্ডে জাহির আলী।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডে শেলি বেগম, ২নং ওয়ার্ডে ছালমা বেগম ও ৩নং ওয়ার্ডে মনতারা বিবি। সাধারণ ১নং ওয়ার্ডে অনিল চন্দ্র দাস, ২নং ওয়ার্ডে হিরা মিয়া, ৩নং ওয়ার্ডে লিলু মিয়া, ৪নং ওয়ার্ডে সুজাত মিয়া, ৫নং ওয়ার্ডে রুবেল মিয়া, ৬নং ওয়ার্ডে নুরুল হোসেন, ৭নং ওয়ার্ডে ছালেহ উদ্দিন, ৮নং ওয়ার্ডে মহি উদ্দিন ও ৯নং ওয়ার্ডে মফিজুর রহমান চৌধুরী।
রাণীগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে সুহেনা বেগম, ২নং ওয়ার্ডে ইয়ারুন নেছা ও ৩নং ওয়ার্ডে কিবরিয়া বেগম। সাধারণ ১নং ওয়ার্ডে কওছর মিয়া, ২নং ওয়ার্ডে টিপু সুলতান, ৩নং ওয়ার্ডে জাকির হোসেন, ৪নং ওয়ার্ডে তেরা মিয়া, ৫নং ওয়ার্ডে কাওছার মিয়া তালুকদার, ৬নং ওয়ার্ডে আলাই মিয়া, ৭নং ওয়ার্ডে মিলাদ মিয়া, ৮নং ওয়ার্ডে নুরুল হক ও ৯নং ওয়ার্ডে আবদুল জলিল।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে জয়গুন নেছা, ২নং ওয়ার্ডে শিউলি আক্তার ও ৩নং ওয়ার্ডে সাফিয়া বেগম। সাধারণ ১নং ওয়ার্ডে লাকু মিয়া, ২নং ওয়ার্ডে সৈয়দ এমদাদ মিয়া, ৩নং ওয়ার্ডে সৈয়দ আলাউর রহমান, ৪নং ওয়ার্ডে সৈয়দ শাহ তানভীর আলম, ৫নং ওয়ার্ডে আকিক মিয়া, ৬নং ওয়ার্ডে সুহেল আহমদ, ৭নং ওয়ার্ডে শামসুদ্দিন কামালী, ৮নং ওয়ার্ডে হাফিজুল ইসলাম ও ৯নং ওয়ার্ডে খুরশেদ আলম।
আশারকান্দি ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে লছনু খানম, ২নং ওয়ার্ডে আফিয়া খানম ও ৩নং ওয়ার্ডে সাজনা বেগম। সাধারণ ১নং ওয়ার্ডে সৈয়দ এনামুল হোসেন, ২নং ওয়ার্ডে আলা উদ্দিন, ৩নং ওয়ার্ডে শেখ আবদুল ওয়াহিদ, ৪নং ওয়ার্ডে ফজলু মিয়া, ৫নং ওয়ার্ডে জমির উদ্দিন, ৬নং ওয়ার্ডে শওকত আলী, ৭নং ওয়ার্ডে আলী হায়দার, ৮নং ওয়ার্ডে ফয়জুন্নুর ও ৯নং ওয়ার্ডে শাহজাহান খান।
পাইলগাঁও ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে আম্বিয়া বেগম, ২নং ওয়ার্ডে সুফিয়া বেগম ও ৩নং ওয়ার্ডে শাহানা বেগম। সাধারণ ১নং ওয়ার্ডে শাহান আহমদ, ২নং ওয়ার্ডে আলিম উদ্দিন, ৩নং ওয়ার্ডে আবু বকর মধু, ৪নং ওয়ার্ডে মজুমদার আলী, ৫নং ওয়ার্ডে ফজল মিয়া, ৬নং ওয়ার্ডে আলী আকবর খান, ৭নং ওয়ার্ডে আবুল হোসেন, ৮নং ওয়ার্ডে নজমুদ্দিন ও ৯নং ওয়ার্ডে আবদুল কাহির।
প্রসঙ্গত-বিগত ২০২১ সালের ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত ৩১ জানুয়ারি নব-নির্বাচিত সকল চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন। ২ ফেব্রুয়ারি সকল ইউপি সদস্যরা শপথ গ্রহণ করলেন।