আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
আগামী ৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ২ সরকারী কর্মচারীর নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হচ্ছেন নয়াহালট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক ও সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান। ২৯ জানুয়ারি শনিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার বরাবরে অভিযোগটি দায়ের করেছেন বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে সম্মিলিত নাগরিক সমাজ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজাদ হোসেন। অভিযোগে প্রকাশ উক্ত সরকারী চাকুরীজীবিরা একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানের নিকটাত্মীয়। তারা চাকুরীবিধি লংঘন করে প্রকাশ্য দিবালোকে আতাউর রহমানের পক্ষে নির্বাচনী সভা সমাবেশে বক্তব্য রাখছেন এবং বক্তব্যর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। নির্বাচন শুরু হওয়ার একমাস আগে থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য রাখলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কেউ কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এমনকি বিষয়টি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত হওয়ার পরও প্রাতিষ্ঠানিক বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন মনে করেননি। বালিজুরী ইউনিয়নের ভোটাররা বলছেন,এরা যে প্রকাশ্য দিবালোকে আইন লংঘন করে যাচ্ছেন সে ব্যাপারে আমরাও এতদিন নিশ্চুপ ছিলাম। আমরা মনে করতাম আত্মীয় হিসেবে তারা তাদের প্রার্থীর পক্ষে কথা বলছেন বা বলাটাই স্বাভাবিক। কিন্তু এখন জানলাম যত ঘনিষ্ঠ আত্মীয়ই কেউ হউকনা কেন সরকারী চাকুরীজীবী হিসেবে তারা আইনত কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে নামতে পারেন না। চেয়ারম্যান প্রার্থী আজাদ হোসেন অভিযোগ না করলে হয়তো এরা নিজেরাই বালিজুরী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং অফিসার থেকে টেবিল কাস্টিং করে ভোট জালিয়াতি করতেন। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভোটাররা। বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা বলেন, গত কয়েকদিন আগেও আতাউর রহমানের নির্বাচনী সভায় একজন কলেজের প্রভাষকসহ অভিযুক্ত দুজন সরকারী চাকুরীজীবী বক্তব্য রেখেছেন এবং ঐ সভার ভিডিও চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের আত্মীয় স্বজনরা নিজ উদ্যোগে ফেইসবুকে প্রচার দিয়েছেন। এ ধরনের বোকামী ও বাড়াবাড়ির মধ্যে দিয়ে সরকারের সুনাম নষ্ট করা হচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।