স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের টিলাগুলোতে কে বা করা আগুন লাগিয়ে দিয়েছেন। শনিবার ২৯ জানুয়ারি সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে টিলায় লাগানো বেশ কিছু গাছের চারা পুড়ে গেছে। তবে বেশি ছড়ানোর আগেই আগুন নিভিয়ে দেওয়া হয়। এ বিষয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়েছে শাবি প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জানুয়ারি সকালবেলা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিলাগুলোতে কে বা কারা আগুন দিয়ে গাছের চারা পুড়িয়ে দেয়। একদিকে আগুন নেভানোর পর অন্যদিকে ফের আগুন দেওয়া হয়। আগুন লাগানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এভাবে আগুন ধরানোর ফলে বিশ্ববিদ্যালয়ের বনজ সম্পদের ক্ষতি হচ্ছে। তাছাড়া এধরণের আগুন থেকে বড় ধরণের অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে এবং তা বিপর্যয়ের কারণ হতে পারে। এবার ক্যাম্পাসে ৩০ হাজার গাছে চারা লাগানো হয়েছিলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর ড. আলমগীর কবির বলেন, অনুসন্ধান ছাড়া আসলে কে বা কারা আগুন লাগিয়েছে সেটি বলা যাচ্ছে না। কী পরিমাণ গাছের ক্ষতি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।