সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলামের পরিচালনায় বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মাজহারুল হক। গীতা পাঠ করেন মিন্টু চন্দ্র রায় অনুপ্রবত।
বার্ষিক সাধারণ সভার শুরুতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদুল হক। অডিট রিপোর্ট উপস্থাপন করেন আয়কর আইনজীবী মো. মাসুদ রানা।
বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, সিনিয়র আইনজীবী খায়রুল ইসলাম চৌধুরী, সুলেমান হোসেন খান, আবু মো. আসাদ, মোহাম্মদ হাসনু চৌধুরী, এডভোকেট হোসেন আহমদ, সমিতির সহ সভাপতি সমর বিজয় শী শেখর, এডভোকেট মো. গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, মো. মহসিন মিয়া, আ.স.ম মুবিনুল হক শাহিন, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, আয়কর আইনজীবী বাহা উদ্দিন বাহার, মো. জাহাঙ্গীর আলম, মিন্টু চন্দ্র রায় অনুপ্রবত, আসাদুর রহমান তারেক, মো. সাইদুর রহমান, ইফতিয়াক হোসেন মনজু, সৈয়দ আব্দুল হামিদ রিপন, সঞ্জয় মালাকার, ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সরকারী ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু। এ সময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু ও আজমল হোসেন উপস্থিত ছিলেন। সভায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমিতির ৬ জন সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় সমিতির বিশেষ সাধারণ সভা সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে পুনঃনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্যদের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং কর আইনজীবী সমিতির সকল কার্যক্রম পরিচালনায় সমিতির সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি