গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে শাহজালাল ইউনিভার্সিটি সংলগ্ন ওয়াপদা আবাশিক এলাকায় শতাধিক হতদরিদ্র ও এতিমখানা শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ মহিবুল আলম।
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন জেলা সভাপতি লেখক শামসীর হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মাহফুজ জোহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মডেল মাদ্রাসার শিক্ষা বিভাগীয় প্রধান নাযীফুল হক, জামেয়া বায়তুল কোরআন সিলেটের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আফসা মিয়া, আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতি, মোঃ জিল্লুর রহমান, আমাসুফ সিলেট বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি শ্রমিক নেতা লোকমান মির্জা, আমাসুফ সিলেট জেলা সহ-সভাপতি হাবিব আরমান, সহ-সাধারণ সম্পাদক মাসুম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক, নুরুল ইসলাম, সাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সহ-প্রচার সম্পাদক বাদশাহ আল-আসাদ, মাওলানা শাহিনুর পাশা, মোঃ সায়েম প্রমুখ। বিজ্ঞপ্তি