সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী সিলেট অফিসের নেতৃবৃন্দ তাদের দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্ম বিরতির পর গত ১৯ নভেম্বর পূর্ণদিবস পালন করেছেন। সড়ক ও জনপথ অফিস তালাবদ্ধ থাকায় কর্মকর্তারা অফিস করতে পারছেন না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মহামান্য হাইকোর্টে রায় বাস্তবায়ন ও ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেটের নেতৃবৃন্দ পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।
এ ব্যাপারে আলাপকালে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেটের সভাপতি মোঃ এজাজ আহমদ ভুইয়া ও সাধারণ সম্পাদক মোঃ মমিনুল হক ইলিয়াছি জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীকে নিয়মিত করার নিমিত্তে প্রধানমন্ত্রীর আদেশ এবং মহামান্য হাইকোর্টের রায় দ্রুততম সময়ে মধ্যে শূন্য পদ বরাবরে ও কনভার্টেড হিসাবে নিয়মিতকরণ সহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কর্মসূচী শান্তিপূর্ণভাবে চলছে। আমাদের প্রাণের দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি