ওসমানীনগরে সূচনা কর্মসূচির সফল কাজ সমূহের প্রদর্শনী ও সভা

6

ওসামনীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে সরকারী-বেসরকারী সেবা প্রদানকারী ও জনসাধারণের সাথে সূচনা কর্মসূচির সফল কাজ সমূহের প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সূচনা: বাংলাদেশ অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস এই প্রতিপ্রাদ্যে বুধবার উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামে ইউরোপীয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন, ওয়াল্ড ফস, আইডিই, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি এর কারিগরী সহায়তায় আরডিআরএস বাংলাদেশের বহুখাত ভিত্তিক সূচনা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সূচনা প্রকল্প সমন্বয়কারী ফরাজদুক ভূঁইয়া। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো: সুমন মিয়া, মৎস্য কর্মকর্তা মাসরুপা তাছলিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন দেব, সূচনার উপজেলা সমন্বয়কারী মো: মিজানুল হক, সাংবাদিক রনিক পাল, আইডিই শাহিনুর হাসান, হেলেন ক্লিলার ইন্টারন্যাশনালের প্রতিনিধি রফিকুল ইসলাম, সূচনার ইউনিয়ন সমন্বয় কারী হুমাউন কবির, তাজনিন সুলতানা, এফএফ বিকাশ চন্দ্র, অতিকুর রহমান। অনুষ্ঠানে সূচনা কর্মসূচির মাধ্যমে নিজ নিজ সফলতার গল্প তুলে ধরেন, বিএমএফ সুজেরা বেগম, পিডিএফ জলি বেগম, কিশোরী দলনেতা রাহমিনা বেগম, ভ্যাকসিনেটর খেলা বেগমসহ অনান্য উপকারভোগীরা।
সূচনা প্রকল্পের জিসিডিও নজরুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন, দারিদ্রতা দূরীকরনের পাশাপাশি দেশের প্রান্তির জনগোষ্ঠিকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলে পুষ্টির চাহিদা পূরণে সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে সরকারের বিশেষ বিশেষ উদ্যোগ বস্থাবায়নে কাজ করে যাচ্ছে আরডিআরএস এর সূচনা কর্মসূচি। যার ধারাবাহিকতায় সরকারের স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তরের সাথে সমন্বয় করে বিগত ৫ বছর ধরে বৃহত্তর সিলেট অঞ্চলের নিম্ন আয়ের জনগোষ্ঠীর দারিদ্র্যতা দূরীকরণসহ পুষ্টির চাহিদা পূরণে অত্যন্ত সফলতার সাথে সার্বিক কার্যক্রম পরিচালনা করায় গ্রামীণ জনপদের অনেকেই হয়ে উঠেছেন স্বাবলম্বী এবং উদ্যোক্তা। প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নতিসহ আত্মনির্ভরশীলতার বৃদ্দিতে ওসমানীনগরে সূচনা কর্মসূচির কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের সূচনা প্রকল্পের উপকারভোগীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সূচনার এফএফ ও সফল উদ্যোক্তা সুজেরা বেগমের পারিবারিক সবজী বাগান পরিদর্শন করেন অতিথিরা।