জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলার হরিপুরে গত ২২ মে বুধবার রাত ১১ টায় হরিপুর বাজারে চিহ্নিত আসামী ধরতে আসে র্যাব-৯ এর টহল টিম। এ সময় চোরাইপথে নিয়ে আসা ভারতীয় নাছির বিড়ি, মাদক সামগ্রী ও গরু ধরতে গেলে চোরাকারবারীদের গডফাদারদের ইশারায় টহল টিমের উপর হামলা চালায়। এ ঘটনায় র্যাবের অফিসার সহ বেশ কয়েকজন সদস্য আহত হন। এরই জের ধরে রাত ২টায় হরিপুর অঞ্চলে বিভিন্ন গ্রামে র্যাবের উপর হামলাকারী ও চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাহির পঁচা, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রায় ৩০জনকে আটক করে র্যাব-৯ কার্যালয়ে নিয়ে যায়।
চোরাকারবারীদের ব্যবসা রক্ষার ও নিরীহ মানুষদের হয়রানীর করার প্রতিবাদে সিলেট-তামাবিল মহাসড়ক সকাল হতে অবরোধ করে স্থানীয় জনসাধারণ। রাস্তা অবরোধের ফলে রাস্তায় আটকাপড়ে সহস্রাধিক যাত্রী, জরুরী কাজে আসা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলা কর্মকর্তা কর্মচার, তামাবিল স্থলবন্দরের অফিসার ও ইমিগ্রেশনে যাত্রায়াতকারীরা।
রাস্তা অবরোধের বিষয়ে জানতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা জানান- বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সাথে আলোচনা চলছে আশা রাখি দ্রুত একটি সমাধান চলে আসবে।
এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করে বলেন ব্যস্ত আছি পরে কথা বলবো।