বাংলাদেশের প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার অরাজনৈতিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২য় সভায় বক্তারা বলেন, একজন নাগরিকের প্রবাসে ভ্রমণে প্রথমেই পাসপোর্টের প্রয়োজন। কিন্তু পাসপোর্ট করতে গেলে বাধে বিপত্তি। প্রত্যেক নাগরিকের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন থাকা সত্ত্বেও পাসপোর্ট করতে হলে ভোগান্তির কোনো সীমা থাকে না। পাসপোর্ট অফিসের কার্যক্রম সহ পুলিশ ভেরিফিকেশনে চলছে নানারকমের হয়রানী। যেখানে পাসপোর্ট নাগরিকের অধিকার, সেখানে পাসপোর্ট করতে গেলেই মনে হয়, মানুষ হিসেবে আমার কোনো অধিকার নেই। বক্তারা আরো বলেন, পাসপোর্ট অফিসে সেবার নামে বিভিন্ন অজুহাত দেখিয়ে চলছে দুর্নীতি। পাসপোর্ট করতে গেলেই বুঝা যায়, পাসপোর্ট অফিসে সর্বত্র দুর্নীতির মহোউৎসব চলছে। বক্তারা জনমত সৃষ্টি করে, পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত করতে জোরদার আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের নাগরিকদের প্রতি আহবান জানান। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জেপিকেপি’র সিলেট মহানগরীর ৬৪/এ, বিহঙ্গ, কাজিটুলায় কেন্দ্রীয় কার্যালয়ে জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহের এর পরিচালনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২য় সভায় বক্তব্য রাখেন জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এস.এম.আব্দুল হাই পীর, সহ-সভাপতি খায়রুল জাফর চৌধুরী, সহ-সভাপতি এম. এ মতিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার হোসেন মনি, যুব ক্রীড়া সম্পাদক মোঃ আশিক মিয়া, দপ্তর সম্পাদক এস. এম. শাব্বীর আমীন তাহমীদ ও সহ-প্রচার সম্পাদক তারেক মোহাম্মদ রেদওয়ান।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে জনমত সৃষ্টি করে, পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত করতে জোরদার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ৭ অক্টেবর ২০২২ শুক্রবার বিকেল ৪টায় জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যালয় (৬৪/এ বিহঙ্গ, কাজিটুলা, সিলেট)-এ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার তারিখ নির্ধারণ করা হয়। আগামী ৭ অক্টোবরের মতবিনিময় সভায় প্রত্যেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য সভা থেকে আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি