সামাজিক সংগঠন রিশেলন গ্রুপের বার্ষিক সাধারণ সভা

6

আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিজ্ঞা নিয়ে গঠিত ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন ‘রিলেশন গ্রুপ’ এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার (২১ জানুয়ারি) নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক মিজান মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়কারী আজকের সিলেটের প্রধান সম্পাদক মো: সাইফুর রহমান তালুকদার।
সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী পাবেল আহমদ, মোঃ জইন উদ্দিন ও হেলাল আহমদ।
সভায় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন- নজরুল ইসলাম, ফারুক আহমেদ, মোঃ আক্তার হোসেন তাহির, রেজা ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন- সাদিক মিয়া, শাহিন আহমেদ, গোলজার মিয়া, ছড়াকার ফারজানা বৃষ্টি, সীমা বেগম, পারভীন বেগম, সুরাইয়া বেগম, সীমা বেগম প্রমুখ।
সভা শেষে সাংবাদিক মিজান মোহাম্মদের জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়। বিজ্ঞপ্তি