ওরাও মানুষ :
মনের মেঘে জল ধরে না
চোখের নদে বাঁধ মানে না
মানবপ্রেমে দুঃখগুলো হজম করে দুঃখডেরায় ছুটি।
যেই দেখি সুখ দুখির মুখে
মন ভরে যায় ভাসি সুখে
পরের তরে মনটি খুলে যাই হেসে যাই নিজের হাসি টুটি।।
প্রেম-প্রীতির আকাশ পাড়ি
তারার ভিটেয় গড়াই বাড়ি
পাখ-পাখালির সুর নিয়ে যাই বাদল দিনে সাগর-ঢেউয়ের বাসে।
ভোর-বাতাসের সগাত নিয়ে
গাছ-গাছালির নিশ্বাস নিয়ে
চাঁদ-সুরুজের ঝিলিক নিয়ে নাওটি ভাসাই পাহাড়-জলের দেশে।।
তোমরা কেন ভোগের ভেলায়!
পিষ্ট মানুষ কষ্ট-জ্বালায়
ধার ধারো না হাত খুলো না ওরাও স্বজন ওরাও মানুষ জাতি।
দুখের দিন পাশে দাঁড়াও বুক পেতে দাও ওরাও তোমার জ্ঞাতি।।