স্বপ্নের ভিতর হাঁটি :
স্বপ্নের ভিতর আমি হাঁটতে থাকি
যেখানে সবুজ দূর্বাঘাসের উপর সূর্য উঠে
বসন্ত ভেজা সকালে পাখিদের কলরব
সোঁদা গন্ধের হাসিতে খেলা করে শস্যক্ষেত
যেখানে নৈঃশব্দ্যে প্রকৃতি কথা বলে
এখানে হৃদয় ভাঙ্গার কোন শব্দ নেই
নাগরিক ভালোবাসার দুষিত বাতাস নেই
যুদ্ধ নেই, খুন-ধর্ষন, হিংসা-বিদ্বেষ,লোভ নেই
এখানে বসন্তে ডুবানো বাতাসেরা সবুজ পাতায়
সুর তোলে- জীবনের জয়গান গায়।
স্বপ্নের ভিতর আমি হাটঁতে থাকি
যেখানে দিগন্তরেখায় আকাশ-পাতাল এক
সমুদ্রের জলসিঁড়ি মেঘ হয়ে উড়ে উড়ে ছায়া দেয়
চৈতালি উত্তাপ নেই, বর্ষা নেই, শীত নেই
মানুষগুলো হয়ে উঠে বসন্তের পাখি।