বিসিক, সিলেট এর উদ্যোগে ও সিলেট চেম্বারের সহযোগিতায় ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মাশালার সমাপনী অনুষ্ঠান

8

২০ জানুয়ারি বৃহস্পতিবার চেম্বার কনফারেন্স হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় “শিল্প উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিসিক, সিলেট এর উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ম. সুহেল হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য্য। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে বছরব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকেন। এসব কর্মশালা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক নবীন উদ্যোক্তারা লাভবান হচ্ছেন। তিনি সিলেট চেম্বারের সহযোগিতায় ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনের জন্য বিসিক, সিলেট অফিসকে ধন্যবাদ জানান এবং এ ধরণের কর্মশালা আয়োজন ভবিষ্যতেও চালু রাখার আহবান জানান।
সভাপতির বক্তব্যে বিসিক, সিলেট এর উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ম. সুহেল হাওলাদার বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পে নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণ কর্মাশালা থেকে লব্ধ অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগানোর আহবান জানান। তিনি ৫ দিনব্যাপী কর্মশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সিলেট চেম্বারকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন, বিসিক সিলেট এর কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি