জগন্নাথপুরে আবু খালেদকে ঘিরে বন্ধু মহলের মিলন মেলা

6

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জীবনের সুখ-দুঃখ সহজে যার সাথে ভাগ করা যায় সে হলো বন্ধু। জীবনে প্রতিষ্ঠিত হতে হলেও লাগে বন্ধুদের সহযোগিতা। তাই জীবন চলার পথে একজন ভালো বন্ধুর বিকল্প নেই। সেই রকম একজন ভালো বন্ধু সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামের কৃতী সন্তান যুক্তরাজ্যের লীডস স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু খালেদকে ঘিরে বন্ধু মহলের মিলন মেলা হয়েছে।
১৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় আরএফসি পার্টি সেন্টারে বন্ধু মহলের উদ্যোগে সবার প্রিয় বন্ধু আবু খালেদ যুক্তরাজ্য থেকে স্বদেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব সমাজের আইকন জগন্নাথপুর পৌরসভার সফল প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সবার ভালো বন্ধু আবু খালেদ।
ব্যবসায়ী উজ্জল আহমদের সভাপতিত্বে ও নুর আহমদ রুদ্র এর সঞ্চালয়নায় বক্তব্য রাখেন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, পিযুষ দেব, রাণীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, ব্যবসায়ী শফিকুর রহমান, আল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, আবদুল কাদির, কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মী সহ বন্ধু মহলের বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। পরে সংবর্ধিত অতিথি আবু খালেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথি সহ বন্ধুরা।
এতে প্রধান অতিথির বক্তব্যে সাফরোজ ইসলাম মুন্না বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ভালো বন্ধুরা ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আবু খালেদ বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। তাই সকল ভালো বন্ধুদের নিয়ে শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই।