বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের বিশেষ পাঠচক্রে প্রধান অতিথির বক্তব্যে হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেগুলো প্রধানমন্ত্রী পূরণ করতে যাচ্ছেন। সেজন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ বাস্তবে রূপ নিচ্ছে। বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে আধুনিক দেশ হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছে। এতে দেশের মানুষের কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি পেয়েছে।
১১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীতে অবস্থিত হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জাকির হোসেন বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করায় একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা পরিপূর্ণ হয়ে উঠে।
হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান ইব্রাহীম আহমদ জেসির সভাপতিত্বে ও নির্বাহী সচিব সোহানুর আলী মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী রনি, প্রভাষক রণবীর চৌধুরী, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান, সিলেট মহানগর যুবলীগ নেতা সামন্ত ধর, সিরাজুল ইসলাম মিরাজুল, মামুন আহমদ, হৃদয়ে ৭১ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মফিজুর রহমান মফি, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফুয়াদ আহমদ, সৈয়দ আশরাফ হোসেন এমাদ, শহিদুল ইসলাম, গালিব চৌধুরী, সৈয়দ এমদাদুল হক ফাইম, আহমেদ ফাইম, ইবনে সানী প্রমুখ। বিজ্ঞপ্তি