গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। এ সময় গোলাপগঞ্জ উপজেলায় প্রথম বুস্টার ডোজ দেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিনুর ইসলাম শাহিনকে। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন, ডাঃ নবেন্দ্র চৌধুরী, ডাঃ ফাহমিদা চৌধুরী, ডাঃ হাসান, ডাঃ অনিক প্রমুখ ।
উল্লেখ্য যাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার ৬ মাস পূর্ণ হয়েছে তারা বুস্টার ডোজের আওতাভুক্ত থাকবে। এছাড়া যারা ফ্রন্টলাইনার হিসেবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন তারা বুস্টার ডোজ নিতে পারবেন।