শিশুরা ভাষা আন্দোলন দেখেনি, কিন্তু তাদের রং তুলিতে নিখুঁতভাবে ফুটে উঠেছে ভাষা আন্দোলনের ঐতিহাসিক সেই সব মিছিল, সমাবেশের চিত্র। তাদের তুলির স্পর্শে উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধ, পাকিস্তানীর নিষ্ঠুর বর্বরতা। গতকাল শুক্রবার চারুশিক্ষা প্রতিষ্ঠান চারুপাঠের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিত্রাংকন প্রতিযোগিতার কল্যাণে শিশুরা এইসব ছবি একে উপস্থিত সবার মন জয় করে। নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন অঞ্চলের প্রায় চারশত শিক্ষার্থী অংশ নেয়। বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতা পরিদর্শন করেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত। এ সময় চারুপাঠের প্রাতিষ্ঠাতা পরিচালক মর্জিয়া হোসাইন পপি, নন্দিতা দেব ও প্রশান্ত কুমার দাস উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে একঝাঁক শিশু শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদেরও ছিলো উপচেপড়া ভিড়। আগামী ১৫ জানুয়ারী ২০১৫ ইং প্রতিযোগিতার ফলাফল স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করা হবে এবং জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে চারুপাঠের চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এদিকে, প্রদর্শনীকে ঘিরে অভিভাবকদের পাশাপাশি শিল্পমোদী মানুষের বিপুল সমাগম ঘটে। বিজয়ের মাসে এই প্রদর্শনীকে ঘিরে সবার মধ্যে ছিলো উৎসবের আমেজ। বিজ্ঞপ্তি