বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, চলমান করোনা মহামারীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। এরমধ্যে দেশব্যাপী শীত বাড়ছে। এই শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। সমাজের এই কঠিন সময়ে মানবতার আহ্বানে সাড়া দিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষ একটু উষ্ণতা পেতে পারে। এতে সমাজে ভ্রাতৃত্ববোধের বন্ধন আরো সুদৃঢ় হবে।
তিনি মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর শেখঘাট এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি ফয়েজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মাওলানা আজিজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আব্দুল মালিক, শামীম আহমদ, রানা মিয়া, আরিফ আহমদ ও ছাত্রনেতা সাদমান ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি