সিলেটের ৭৫টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

13
জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোনারগাঁও বারজনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি-মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগের ৭৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে গতকাল বুধবার ৫ জানুয়ারি সিলেটে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকেল ৪টায় শুরু হয় গণনা।
এছাড়া নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করে।
জকিগঞ্জে ৪টিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

জকিগঞ্জের ২নং বীরশ্রী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেরুলবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিশৃংখলা করলে পুলিশ ধাওয়া দেয়।

জয়ী প্রার্থীরা হলেন ১নং বারহাল ইউনিয়নে জামায়াত সমর্থক স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী, ২নং বীরশ্রী ইউনিয়নে নৌকার আব্দুস সাত্তার, ৪নং খলাছড়া ইউনিয়নে জাপা সমর্থক স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক, ৫নং জকিগঞ্জ ইউনিয়নে নৌকার মাওলানা আফতাব আহমদ, ৬নং সুলতানপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম, ৭নং বারঠাকুরি ইউনিয়নের নৌকার মাঝি তৃতীয়বারের মতো নির্বাচিত মহসিন মর্তুজা টিপু, ৮নং কসকনকপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন লস্কর, ৯নং মানিকপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু জাফর মো. রায়হানকে বেরসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছেন। তবে ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের ফলাফল স্থগিত করা হয়েছে।
কানাইঘাটে আ’লীগ ২, জমিয়ত ২ ও স্বতন্ত্র ৫
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার নয় ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে।
নয় ইউনিয়নে চেয়ারম্যান পদের কেন্দ্র ভিত্তিক প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তমিজ উদ্দিন, ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে এগিয়ে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত খেজুর গাছ মার্কার প্রার্থী মাওলানা জামাল উদ্দিন, ৩ নম্বর দীঘিরপার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোমিন চৌধুরী, ৪ নম্বর সাঁতবাক ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু ত্যায়িব শামীম, ৫ নম্বর বড়চতুল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আন্দু মালিক চৌধুরী, ৬ নম্বর সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, ৭ নম্বর দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাস্টার লোকমান আহমদ, ৮ নম্বর ঝিঙাবাড়ী ইউনিয়নে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমান এবং ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা শামসুল ইসলাম।
শ্রীমঙ্গলে জয়ী হলেন যারা
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকাল ৪টায় শুরু হয় গণনা।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীমঙ্গলে সদর ইউনিয়নে বিএনপি সমর্থনকারী স্বতন্ত্র প্রার্থী মো. দুদু মিয়া, কালাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) এম এ মতলিব, সিন্দুরখান ইউনিয়নে বিএনপি সমর্থনকারী স্বতন্ত্র (ঘোড়া) ইয়াসির আরাফাত রবিন, ভূনবীর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুর রশিদ (নৌকা) ও রাজঘাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন।
চুনারুঘাটে চেয়ারম্যান পদে ১০ নতুন মুখ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ চেয়ারম্যান পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চার প্রার্থী, নৌকার বিদ্রোহী তিন জন, স্বতন্ত্রের মোড়কে বিএনপির দুই জন ও জামাতের এক প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নে ওয়াহেদ আলী মাস্টার, ৮ নং সাটিয়াজুঁড়ী ইউনিয়নে আব্দালুর রহমান আব্দাল, ৯ নং রানীগাঁও ইউনিয়নে মোস্তাফিজুর রহমান রিপন ও ১০ নং মিরাশী ইউনিয়নে মানিক সরকার। বিএনপির ১ নং গাজীপুর ইউনিয়নে মোহাম্মদ আলী, ৭ নং উবাহাটা ইউনিয়নে জেলা সেচ্চাসেবক দল নেতা এজাজ ঠাকুর চৌধুরী, ৫ নং শানখলা ইউনিয়নে জামাত নেতা এডভোকেট নজরুল ইসলাম, ৩ নং দেওরগাছ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মুহিতুর রহমান রোমন ফরাজী, ৬ নং সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নোমান চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন পলাশ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।