মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

4

নগরীর মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহার উদ্দিন আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গত ৩০ ডিসেম্বর এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন জালিয়াতি, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির স্বাক্ষর জাল, শিক্ষার্থীদের ভর্তি ফরমের টাকা সহ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতির আদেশ অমান্য ও অসদাচরণ এবং আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির নিরীক্ষা প্রতিবেদন -২০২১ ইং এর মাধ্যমে প্রাপ্ত হিসাব মতে প্রায় ঊনচল্লিশ লক্ষ টাকারও অধিক অর্থ আত্মসাৎ করা সহ তাহার বিপক্ষে আনীত বিভিন্ন অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির অধিকতর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে গত ৩০ ডিসেম্বর অপরাহ্ন থেকে প্রধান শিক্ষক মোঃ বাহার উদ্দিন আকন্দ, মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়কে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব এ.বি.এম মোরাদ খানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নোটিশ প্রাপ্তির তিন (০৩) দিনের মধ্যে মোঃ বাহার উদ্দিন আকন্দকে প্রধান শিক্ষকের অফিস কক্ষের চাবি, আলমারির চাবি ও নথিপত্র অবিলম্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করার নির্দেশ প্রদান করেছেন অত্র বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি। অন্যথায় বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিদ্যালয়ের স্বার্থে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। (খবর সংবাদদাতার)