এসএসসি পরীক্ষা ২০২১-এ ইংরেজি ও বাংলা উভয় ভার্সনে মুহিবুর রহমান একাডেমির শতভাগ সাফল্য অর্জন করেছে।
ইংরেজি ভার্সনের বিজ্ঞান শাখা থেকে ৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১জন গোল্ডেন এ+ অন্য চার জন শিক্ষার্থী এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। বাংলা ভার্সনের বিজ্ঞান শাখা থেকে ১৯ জন শিক্ষার্থী মধ্যে গোল্ডেন এ+ ১জন, এ+ ৩ জন, এ গ্রেড উত্তীর্ণ হয়েছে। তাছাড়া মানবিক শাখা থেকে ১৩ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে।
নবীন প্রতিষ্ঠান হিসেবে মুহিবুর রহমান একাডেমির ইংরেজি ভার্সন প্রথম ব্যাচ এবং বাংলা ভার্সন দ্বিতীয় ব্যাচের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান, একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিনসহ শিক্ষকমণ্ডলী।
এই সাফল্যে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, সিলেট কমার্স কলেজেরে পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি