রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

15

রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধী, এতিম ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।
(৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে নগরীর পাঠানটুলাস্থ গোয়াবাড়ীতে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. মাছুম আহমদ, মোহনা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক দেবজ্যোতি মজুমদার (রতন), প্রথম বিভাগ ক্রিকেট লীগ সিলেটের সহকারী সম্পাদক এহিয়া আহমদ সুমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মকবুল হোসেন খান, ফাউন্ডেশনের সহ-সভাপতি আলমগীর আলম, সহ-সভাপতি শওকত আলী, নির্বাহী সদস্য নাজমুল হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল গফফার মোজাম্মেল, করিম মেহেদী, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আফজাল হোসেন সুমন, নির্বাহী সদস্য বাপ্পি হোসেন, সায়েক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আশফাক আহমদ বলেন, যারা মানবতার কল্যাণে কাজ করে তারাই মহৎ মনের অধিকারী। মানবসেবা করা সকলের পক্ষে সম্ভব হয়না। যাদের মন বিশাল তারাই এধরনের কাজে সর্বাক্ষণ নিয়োজিত থাকেন। বিশেষ করে তাদের মধ্যে একজন আতাউর রহমান খান শামছু। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলিত নয়, তাদের কল্যাণে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি