এম এ জিন্নাহ

3

শপথনামা :

একটি বিজয় ফিরে পেলে স্বাধীনতার ঘরে ;
স্বদেশখানি পাল্টে যেতো শপথনামার তরে।
শিক্ষা আলোর মূল্য পেলে দেশের সকল ছেলে ;
কেমন জানি উঠতো ফুটে নতুন আশা মেলে।

রাষ্ট্রমাতার ললাটধূলি আপন প্রাণে গেঁথে ;
শ্রদ্ধা রেখে ছুটছে কেহ নতুন কিছু পেতে।
সুযোগ খোঁজে পাল্টে দিতে নিজের দেশের মাটি ;
কোনখানে আর পাবে এমন আলোক সোনা খাঁটি!

দেশের কথা মায়ের কথা বলতে সারা দেশে ;
সাহস ভরা লক্ষ যুবক ঘুরছে বীরের বেশে।
একটুখানি সুযোগ পেলে উঠতো সবে জেগে ;
রাষ্ট্র আমার যাচ্ছে তবু তাদের উপর রেগে ।

খাচ্ছে যারা দেশের পূঁজি শপথ তাদের কিসে ?
আছে অনেক মুখোশধারী দেশেরবুকে মিশে।
একের কাছে দশের মরণ, লজ্জা আসে ভারি ;
চারদিকে মুখোশ আছে অনেক সারি সারি ।

নতুন করে নতুন বিজয় আনতে হবে ধরে ;
সকল তরুণ জেগে উঠুক শপথনামার তরে।
সকল আশার শ্রেষ্ঠ আশা, দেশ সাজানোর জন্য ;
দেশের কাছে তারাই রবে সর্বকালে ধন্য।