জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ২৬ ডিসেম্বর রবিবার নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ ৩, বিএনপি ১ ও স্বতন্ত্র ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, ১নং কলকলিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত রফিক মিয়া (আনারস) প্রতীকে ৫৮৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাল হোসেন রানা (নৌকা) প্রতীকে ৫৩৪৭ ভোট পান। ২নং পাটলি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আংগুর মিয়া (নৌকা) প্রতীকে ৪৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক (আনারস) প্রতীকে ৩৪৫২ ভোট পান। ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বকুল (আনারস) প্রতীকে ৫০০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া (চশমা) প্রতীকে ৩২৩৩ ভোট পান। ৬নং রাণীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ ছদরুল ইসলাম (নৌকা) প্রতীকে ৭০৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা (আনারস) প্রতীকে ৪২৬৩ ভোট পান। ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল হাসান (নৌকা) প্রতীকে ৫৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুকিতুর রহমান (চশমা) প্রতীকে ৪৬৯০ ভোট পান। ৮নং আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আইয়ূব খান (মোটরসাইকেল) প্রতীকে ৪৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুস ছত্তার (নৌকা) প্রতীকে ৩০৬৪ ভোট পান। ৯নং পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মখলুছ মিয়া (ঘোড়া) প্রতীকে ৪৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদ (চশমা) প্রতীকে ৪৪৯৯ ভোট পান। রাতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার মুজিবুর রহমান, গোলাম সারোয়ার ও শওকত ওসমান মজুমদার তাদেরকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।
এছাড়াও চেয়ারম্যান পদে ১নং কলকলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহান (চশমা) প্রতীকে ৪৩৮৬ পেয়েছেন। ২নং পাটলি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল হাই আজাদ (চশমা) প্রতীকে ২২৮৯, এনামুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীকে ২৪৮ ও আতিকুর রহমান আতিক (ঘোড়া) প্রতীকে ৫১ ভোট পেয়েছেন। ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল গফুর (নৌকা) প্রতীকে ২২০১, স্বতন্ত্র প্রার্থী আবদুল মুমিন (মোটরসাইকেল) প্রতীকে ১৮২৭, ইলাছ মিয়া (টেলিফোন) ৮৫৪ ও মুজিবুর রহমান (ঘোড়া) প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন। ৬নং রাণীগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমান উদ্দিন আহমদ লেচু (চশমা) প্রতীকে ৪২২০, সিরাজুল ইসলাম আসিক (মোটরসাইকেল) প্রতীকে ১৯২৪, মজলুল হক (অটোরিকশা) ২৬৯ ও ছালিক মিয়া (ঘোড়া) প্রতীকে ২০৬ ভোট পেয়েছেন। ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মকসুদ মিয়া (মোটরসাইকেল) প্রতীকে ১২৩৬, আজহারুল ইসলাম কামালী (ঘোড়া) প্রতীকে ৮৪২ ও আসাদ হোসেন চৌধুরী (আনারস) প্রতীকে ১১৬ ভোট পেয়েছেন। ৮নং আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী লেবু মিয়া (চশমা) প্রতীকে ২৫৮৮, জমিরুল হক (আনারস) প্রতীকে ২১০২, মোহাম্মদ আলী (টেবিল ফ্যান) ৬৮০, আহমদ হোসাইন (ঘোড়া) প্রতীকে ৩৯৪, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ (টেলিফোন) প্রতীকে ২৫২ ও জাতীয় পার্টি মনোনীত শাহ তারেক রহমান নিপু (লাঙ্গল) প্রতীকে ২০৪ ভোট পেয়েছেন। ৯নং পাইলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুন্দর উদ্দিন (নৌকা) প্রতীকে ৩৩৪২ ও স্বতন্ত্র প্রার্থী দবিরুল ইসলাম (আনারস) প্রতীকে ৩২২০ ভোট পান।