দোয়ারাবাজারে টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম ॥ সকল ক্ষেত্রে দুর্নীতিকে না বলুন

45

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, সকল কে জবাবদিহি মূলক কাজ করতে হবে। দুর্নীতি করা যাবে না ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া যাবে না। সকল ক্ষেত্রে দুর্নীতিকে না বলুন। মঙ্গলবার সকালে দোয়ারাবাজার উপজেলার টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী শ্লোগান ও সমন্বিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম উপরোক্ত কথা বলেন। টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মো. শের মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের স্কাউট শিক্ষক হারুন অর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সিলেটের পরিচালক বেগম নিরু সামছুন নাহার, উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসকের পতœী লুবনা আফরোজ, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, সাবেক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, আব্দুল মজিদ বীরপ্রতীক, দোয়ারাবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম আছকির মিয়া, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, ফরিদ উদ্দিন আহম্মদ (প্রাক্তন প্রধান শিক্ষক), সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, মো, আলাউদ্দিন, বজলুল মামুন প্রমুখ।