সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কোভিড-১৯ সফলভাবে মোকাবিলা করছে। দেশের প্রত্যেক মানুষকে কোভিড-১৯ এর টিকার আওতায় আনতে শেখ হাসিনা বদ্ধপরিকর। এর অংশ হিসেবে ১২ থেকে ১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীকে টিকা দেয়া হচ্ছে। সরকারের এ কাজে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।
সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে এ টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহমদ শমসের সিরাজ সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস ও্য ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ছয়েফ খান, সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ ভট্টচার্য্য, পাঠানপাড়া কেন্দীয় জামে মসজিদের সহকারী মোতাওয়াল্লী মঞ্জুর আলম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক আব্দুল কাইয়ুম, বিধান রঞ্জন ধর, কনিকা দে, দীপ্তা দে, মোশারফ হোসেন, দিপংকর রায়, প্রশান্ত কুমার পাল, মাছুম আহমেদ, সামছুদ হুদা প্রমুখ। বিজ্ঞপ্তি