সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, দেশে চলমান বন্যা পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছেন। বিগত তিন মাস ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রিশ কেজি করে ভিজিএফ এর চাল ও বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। কিন্তু বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ায় আমি মহান জাতীয় সংসদের গত অধিবেশনে পয়েন্ট অব ওয়াডারে দাঁড়িয়ে আরও তিন মাসের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দের জন্য দাবি জানাই। আমার এই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আরও ভিজিএফ এর ত্রিশ কেজি করে চাল বিতরণের নির্দেশ দেন। ফলে আগষ্ট মাস থেকে আরও তিন মাসের জন্য ভিজিএফ এর চাল বর্ধিত করা হয়। এতে ক্ষতিগ্রস্ত লোকজন উপকৃত হচ্ছেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিজিএফ এর চাল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান এইচ. এম খলিল এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির সিলেট-১ এর জেনারেল ম্যানেজার মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমেদ, ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সহ-সভাপতি আতিক হোসেন, আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক পংকি মিয়া, দেলোয়ার হোসেন মেম্বার, সেলিম আহমদ মেম্বার, উপজেলা যুবলীগ নেতা মনসুর আহমদ, হোসেন আহমদ, নন্দন পাল সহ পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি