স্টাফ রিপোর্টার :
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি ফ্লাইট জরুরি অবতরণ করে। সিলেট থেকে ঢাকাগামী তিনটি ফ্লাইট বাতিল করতে হয়েছিল। গতকাল মঙ্গলবার ভোররাত থেকে বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইটগুলো ফেরা শুরু করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের ৮টি ফ্লাইট জরুরি অবতরণ করে। ফ্লাইটগুলোর মধ্যে সাতটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ। এসব ফ্লাইটের সব যাত্রী বিমানবন্দরে অবস্থান করেন। পরে মঙ্গলবার ভোর রাত থেকে আবহাওয়া স্বাভাবিক হলে উড্ডয়ন শুরু হয়।
এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে পরশু রাতে সিলেট থেকে ঢাকাগামী তিনটি ফ্লাইট বাতিল করা হয়। তবে গতকালের ফ্লাইটগুলো ছেড়ে যায়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরোড্রোম অফিসার এ ইউ হাসান বলেন, সোমবার রাতে আটটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট উড্ডয়ন শুরু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে সব ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানববন্দর ছেড়েছে।