রিপলু চৌধুরী :
আমি প্রভাতি ফেরিওয়ালা
উষার আলো
স্নিগ্ধ পরশের ধূত
জাগ্রত আলো।
আমি প্রভাতি ফেরিওয়ালা
পাখির মতো
আমার কন্ঠ শুনে
ভুবন হয় জাগ্রত।
আমি প্রভাতি ফেরিওয়ালা
কাননের ফুল
ভ্রমর করে গুঞ্জন
পায় সে কুল।
আমি প্রভাতি ফেরিওয়ালা
শিশির বিন্দু
ঘাসের ডগায় ফুটে
পবিত্র সিন্ধু।
আমি প্রভাতি ফেরিওয়ালা
মুক্ত বাতাস
সবকিছুর মধ্যেই পাবে
আমার নিঃশ্বাস।