নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় আরিফ ॥ সিলেটবাসীকে বিজয় উৎসর্গ করলাম

31

সিলেট সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এক বিবৃতিতে সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘সমগ্র দেশের মধ্যে সিলেটের মানুষ যে ব্যতিক্রম ও অনন্য, তা আজ আবার প্রমাণিত হলো। আজকের ঐতিহাসিক বিজয় সিলেটের জনগণের বিজয়। আজকের এই বিজয়-গণতন্ত্রের বিজয়।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘এবারের নির্বাচনে সিলেটবাসী আমার প্রতি যে অভূতপূর্ব সমর্থন জানিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আজ আমার জীবন ধন্য। উন্নয়নকামী সম্মানিত সিলেটবাসীকে আমি আমার বিজয় উৎসর্গ করলাম। সিলেটবাসীর এই ভালোবাসা-এই সমর্থন আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। সবার সহযোগিতা নিয়ে সিলেটকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ব্যাপারে আমি আবারো অঙ্গীকার ব্যক্ত করছি।’
আরিফুল হক চৌধুরী বলেন, শনিবার যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফলে যে ব্যবধান পরিলক্ষিত হয়েছে প্রকৃতপক্ষে ৩০ জুলাই এই বিশাল ব্যবধানেই আমার বিজয়ীর হওয়ার কথা ছিল। ঐদিন (৩০ জুলাই) নজিরবিহীন ত্রাসের রাজত্ব কায়েম না করলে সিলেটবাসী যে আমাকে লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী করতেন ২টি কেন্দ্রে আজকের ভোটের ব্যবধানই তা প্রমাণ করে।’
মেয়র আরিফুল হক চৌধুরী বিবৃতিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জোট নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও তৃনমূল নেতাকর্মী, সিলেটের আলেমা ওলামা, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় গুরুজন, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীসহ ধর্মবর্ণ নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে যারা অক্লান্ত পরিশ্রম ও নিরন্তর সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি