শিক্ষাই জাতির মেরুদন্ড। একটি সুখি ও সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষাই হচ্ছে মূল চালিকাশক্তি। যে কোন জাতি গঠনে শিক্ষাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোন জাতি কোনকালেই বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারেনি। যে জাতি যতো বড় শিক্ষিত, সে জাতিই বিশ্বের সবচেয়ে সম্মানী ও সুখি ব্যক্তিত্ব। শিক্ষার পাশাপাশি শিশুদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে।
আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে আব্দুল মুতলিব-আব্দুল মতিন ২য় মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী, রোটারিয়ান, কবি আলী মিরাজ মোসতাক একথা বলেন।
গতকাল বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার আনোয়ার শাহজাহান প্রাইমারী একাডেমীতে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় হল পরিদর্শন করেন গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে-এর প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের কোষাধ্যক্ষ মোহাম্মদ সেলিম আহমদসহ ট্রাস্ট’র দায়িত্বশীলবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রধান উপদেষ্ঠা ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ রেজাউল আমীন, পরিক্ষা নিয়ন্ত্রক আলমগীর ঈমানী। ঢাকাদক্ষিণ ইউ পি ৫নং ওয়ার্ড সদস্য সেলিম আহমদ, ঢাকাদক্ষিণ ইউ পি ৪নং সদস্য হোসাইন আহমদ, সমাজসেবক বাবুল আহমদ, লন্ডন প্রবাসী মোঃ সেলিম আহমদ, লন্ডন প্রবাসী কামাল আহমদ, মাষ্টার সাদিকুর রহমান, সাংবাদিক ছামিন আহমদ, হিউম্যান রাইটস্ এর শফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি