সিলেট অনলাইন প্রেসক্লাব – মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ফাইনাল খেলা সমূহ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, তথ্য ও প্রযইক্ত সম্পাদক কে এ রহিম সাবলু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু প্রমুখ।
লুডুতে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ কামাল আহমদ ও দ্বিতীয় দেবব্রত রায় দীপন। দাবায় প্রথম মাহমুদ হোসেন খান ও দ্বিতীয় নুরুল আমিন।
কেরাম প্রতিযোগিতায় প্রথম মোহাম্মদ আলমগীর আলম ও দ্বিতীয় মোঃ কামাল আহমেদ এবং সাপ লুডুতে প্রথম মোহাম্মদ জসিম উদ্দিন ও দ্বিতীয় ফারহানা বেগম হেনা।
ক্লাব সদস্যদের শিশুদেরকে নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বই পড়া প্রথম হয়েছে দেবদ্যুতি প্রনমীমিথী ও দ্বিতীয় নিশাত হেলাল তাসকিয়া।
কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে দীপান্বিতা দীপা ও দ্বিতীয় হয়েছে তাওসিফ হেলাল তাহা।
শিশু লুডুর প্রথম স্থান অধিকার করেছে তাহা, দ্বিতীয় ইফফাত ও তৃতীয় তাসকিয়া। বিশেষ পুরস্কার পাচ্ছেন তানজিম ও তাহমিদ।
এদিকে ক্লাব সদস্যদেরকে নিয়ে প্রীতি ফুটবল খেলা আগামী সাপ্তাহে অনুষ্ঠিত হবে।
অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু।
উল্লেখ্য গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। বিজ্ঞপ্তি