বিজয়ের ৫০ বছর উদযাপিত হলো গান, নৃত্য, কথা ও কবিতায়

6
জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করলো জেলা শিল্পকলা একাডেমি সিলেট। বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। ১২ ডিসেম্বর দিনব্যাপী আয়োজন করা হয় সংগীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ক প্রতিযোগিতার। এছাড়াও (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহ্স্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম; জেলা শিল্পকলা এডহক কমিটির সদস্য অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ; গৌতম চক্রবর্ত্তী ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত প্রমুখ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্যালেখ্য, দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমি, একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্ট, ছন্দনৃত্যালয় ও নৃত্যমঞ্জুরী সিলেট। একক সংগীত পরিবেশনায় কৃষ্ণপদ বিশ^াস ও মিতালী চক্রবর্ত্তী, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠে নন্দিতা দত্ত এবং ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের অংশ বিশেষ উপস্থাপন করেন ঐন্দ্রিলা নাথ ঐশী। সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী ১৮জন প্রতিযোগীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি