লবীব আহমদ কোম্পানীগঞ্জ থেকে :
বিজয়ের ৫০ বছর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। দীর্ঘ ২৩ বছর নিপীড়ন আর শোষণের পর ৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীন হয়ে পৃথিবীর ভূখন্ডে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। বিজয়ের ৫০ পেরিয়ে গেলেও এখনো মানুষ আশ্রয়হীন,রাস্তাই অনেকের ঠিকানা। বিজয়ের খুশিতে সে-সকল কিছু মানুষের মুখে হাসি ফুটাতে সিলেটের এমসি কলেজের ১ম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীর মিলে উদ্যোগ নেয়৷ তাদের মধ্যে যোগাযোগের জন্য করা মেসেঞ্জার গ্রুপে ও ফোনে সবাই দূর থেকে আগ্রহ প্রকাশ করে এব্যাপারে। পরে সবাই নিজ সাধ্যমত নির্দিষ্ট একজনের বিকাশ, নগদে দূরে থেকেও পথের মানুষদের অন্তত একবেলা আহারের ব্যবস্থা করতে টাকা পাঠাতে থাকে৷ পরে তিনজন মিলে রাতের আঁধারে অর্ধশতাধিক পথশিশু ও রাতে আশ্রয়হীন রাস্তায় থাকা বৃদ্ধ পুরুষ ও মহিলাদের মধ্যে খাবার ও খাবার পানি বিতরণ করে। তাদের মুখে হাসি ফুটাতে পেরে খুশি এমসি কলেজে সদ্য ভর্তি হওয়া বাংলা বিভাগের শিক্ষার্থীরা। ভবিষ্যতেও এভাবে অসহায় ও দরিদ্রদের মধ্যে পাশে থাকার ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।