মহিউদ্দিন বিন জুবায়েদ :
রক্তে ভেজা নদীর স্রোতে
স্বাধীনতার ঢেউ
স্বজন যাদের যুদ্ধে সেদিন
হারায় গেল কেউ..
অপেক্ষাতে পেরিয়ে আজ
কত বছর পর
মাঝে মাঝে কেঁদে ওঠে
তাদেরই অন্তর।
ভাবে, কোথায় স্বাধীনতা?
দাঙ্গা ভরা দেশ
একটু শান্তি ভালোবাসার
নেই যে কোথাও লেশ..
রক্তদামে কেনা যাদের
স্বাধীনতার গান
তাদের কথা মনে হলে
কাঁদে ওদের প্রাণ।