রক্ত দিয়ে কেনা

8

কোহিনূর রহমান :

বিজয়! সে তো বাংলার রক্ত শ্লোগান
যাদের রক্তের বিনিময়ে বাঙালি গায়
মুক্ত কন্ঠে গান…

বিজয়! সে তো মা বোনের সম্ভ্রম
হারা এক ইতিহাস
ছেলে হারা মায়ের, বাবা হারা পুত্রের,
স্বামী হারা বোনের রক্ত বিলাস…

বিজয়! সে তো নব বধূর হাতের
মেহেদি রঙ
যা মুছার আগেই মুছে গেল
জীবনের ঢং…

বিজয়! সে তো না ফোঁটা ফুলের
হাজার ও কুঁড়ি
প্রস্ফুটিত হলে দেশ না জানি কতো সুবাস পেতো তাইতো এতো আহাজারি…

বিজয়! সে তো রক্ত অক্ষরে লিখা
এক স্মরণীয় নাম
যাদের স্মৃতি বুকে নিয়ে আমরা
বেঁচে আছি এই ধরাধাম…

বিজয়! সে তো বাংলার মুক্তি যোদ্ধাদের জয় গাঁথা
যা স্বার্ণাক্ষরে বহন করছে
এ দেশের ইতিহাসের পাতা…

বিজয়! সে তো দুঃসাহসী লাখো শহীদের অমর কাব্য
যারা রক্তের বিনিময়ে নষ্ট হতে দেয় নি
দেশের ভবিতব্য…

বিজয়! সে তো বাংলার বুদ্ধিজীবী দের রক্ত লীলা কাহিনী
তাইতো পাক হানাদারদের উপযুক্ত
শিক্ষা দিল তরুন মুক্তি বাহিনী…

বিজয়! সে তো স্বয়ং সম্পূর্ণ একটি দেশ যা রক্তে ভেজা লাল সবুজের পতাকা
যে রক্তের বিনিময়ে এ দেশ পেল উদীয়মান
সূর্যের দেখা…

বিজয়! সে তো লাখো সবুজের
রক্ত দিয়ে কেনা
আজন্ম শোক গাঁথা গাইলেও শেষ
করা যাবে না যাদের দেনা…