কনক কুমার প্রামানিক
শিশিরের সাদা মল পায়ে
পৌষের আগমন,
ঠক ঠক কাঁপন ধরে
দুর্বিষহ জীবন।
কুয়াশাতে সব ঢেকে থাকে
দূরের পথঘাট,
ঘুমিয়ে থাকে শীতের রবি
অন্ধকার মাঠ।
পৌঁষের সাথে হিম আসে
বেজায় শীত করে,
সরিষার হলুদ ক্ষেতে
মৌমাছিরা ঘোরে।
পৌষের শীতে কষ্ট পায়
ভাসমান শিশু,
এগিয়ে এসে ওদের তরে
সেবা করি আশু।